স্বদেশ ডেস্ক:
বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় এফবি শহিদ নামের ট্রলারের জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ।
রোববার সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ওই রাজা ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এফবি শহিদ ট্রলারের মালিক শহিদুল ইসলাম। পরে মাছটি সাড়ে ৯ হাজার টাকায় কিনে নেন শহিদ মোল্লা নামের এক পাইকার।
ট্রলার মালিক শহিদুল ইসলাম জানান, তিন দিন আগে পাথরঘাটা ঘাট থেকে সুন্দরনের কচিখালী এলাকায় মাছ শিকার করতে যান তারা। গতকাল রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করতেছিলেন তারা। পরে আজ ভোরের দিকে জাল টানতে গেলে অন্যান্য মাছের সাথে তিন কেজি ওজনের রাজা মাছটি উঠে আসে। তখন তাদের জালে আরো ২০০ পিচ ইলিশ মাছ পান।
শহিদ মোল্লা জানান, সকালে জেলে মো: শহিদুল ইসলামের জালে তিন কেজি ওজনের একটি রাজা ইলিশ উঠে আসে। পরে নদীতে বিভিন্ন সাইজের ইলিশ উঠলে তা বিক্রির জন্য তিনি পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে মাছটি নিয়ে আসেন। এ সময় নিলামে সর্বোচ্চ দামে সাড়ে ৯ হাজার টাকা আমরা মাছটি কিনে নেই। কিনে নেয়া ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেন। তিনি আশা করছেন মাছটি আরো বেশিতে বিক্রি করতে পারবেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ বছর একের পর এক নিম্নচাপ অব্যাহত থাকায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আর ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পরবে।