স্বদেশ ডেস্ক:
অসুস্থ বোধ করায় জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় যোগ দিতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিবের অসুস্থতার কথা নিশ্চিত করেন দলের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু কাল রাত থেকে তিনি অসুস্থ বোধ করছেন, তাই বাসায় আছেন। এদিকে, মির্জা ফখরুলের অসুস্থতার কারণে তার বদলে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।