মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

উত্তাল ইরান, হোয়াটসঅ্যাপ-ইন্সটাগ্রাম বন্ধ

উত্তাল ইরান, হোয়াটসঅ্যাপ-ইন্সটাগ্রাম বন্ধ

‍স্বদেশ ডেস্ক:

অসুস্থ বোধ করায় জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় যোগ দিতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিবের অসুস্থতার কথা নিশ্চিত করেন দলের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু কাল রাত থেকে তিনি অসুস্থ বোধ করছেন, তাই বাসায় আছেন। এদিকে, মির্জা ফখরুলের অসুস্থতার কারণে তার বদলে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, এলডিপি একাংশের শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877