স্বদেশ ডেস্ক:
সৌদি আরবের পবিত্র শহর মদিনায় সোনার খনির সন্ধান মিলেছে। পাশাপাশি পাওয়া গেছে তামার খনিও। গত বৃহস্পতিবার সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) নতুন খনির সন্ধান পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
এক বিবৃতিতে এসজিএস জানিয়েছে, মদিনার উম্ম আল-বারাক হেজাজের ঢাল আবা আল-রাহার সীমানার মধ্যে সোনার খনির সন্ধান পাওয়া গেছে। অন্যদিকে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি স্থানে পাওয়া গেছে তামার খনির সন্ধান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব নতুন খনি ৪০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এসব খনিতে বিপুল পরিমাণে স্বর্ণ, তামা ও দস্তার মজুত রয়েছে বলে আশা করছে এসজিএস।
গত জুলাই মাসে সৌদি আরবের খনিজ সম্পদ মন্ত্রী খালিদ আল-মুদাইফার জানান, ২০২১ সালে মোট আট বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে সৌদি আরবের খনি শিল্পে। এ বছরের প্রথমে দেশটি জানায়, তারা আশা করছে খনি শিল্পে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে। ২০১৮ সালে সৌদি আরব জানিয়েছিল, তাদের প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে।