রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

কাজাখস্তানে এক মেয়াদের বেশি প্রেসিডেন্ট নয়, রাজধানী ফের আস্তানা

কাজাখস্তানে এক মেয়াদের বেশি প্রেসিডেন্ট নয়, রাজধানী ফের আস্তানা

স্বদেশ ডেস্ক:

কাজাখস্তানে প্রেসিডেন্টের মেয়াদ সীমিত করে এবং রাজধানীর পুরনো নামে ফিরে যাওয়া নিয়ে একটি আইনে প্রেসিডেন্ট সই করেছেন। এর মাধ্যমে পূর্বসূরীর ধারা থেকে সরে এলেন প্রেসিডেন্ট কাসিম-জমাট তোকায়েভ। শনিবার তিনি এই বিলে সই করেছেন।

পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিলে প্রেসিডেন্টের মেয়ার পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। তবে কোনো প্রেসিডেন্টকে দ্বিতীয়বার ওই পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার আইন যোগ করা হয়েছে।

বিলে দেশটির রাজধানীর নাম আবার আস্তানা করা হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট নুরসুলতান নাজারায়েভ ২০১৯ সালের মার্চে এর নামকরণ করেছিলেন নুর সুলতান।

আস্তানা ১৯৯৭ সালে কাজাখস্তানের রাজধানী হয়। তিন দশক ধরে প্রেসিডেন্ট থাকা নুর সুলতান আলমাতি থেকে রাজধানী সরিয়ে নিয়েছিলেন। ২০১৯ সালে তার পদত্যাগের পর তোকায়েভ তার সম্মানে রাজধানীর নামকরণ করেছিলেন নুরসুলতান। পদত্যাগ করলেও ক্ষমতাসীন দলের প্রধান ও নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সরকারের ওপর নুর সুলতানের বিপুল প্রভাব ছিল।

তবে গত জানুয়ারিতে ভয়াবহ বিক্ষোভের পর তোকায়েভ তাকে সব পদ থেকে অপসারণ করেন।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877