স্বদেশ ডেস্ক:
ক্রিমিয়া ছাড়ছেন রুশ বাহিনী। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইউক্রেনের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট। আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০১৪ সালে রুশ বাহিনী ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়।
গত বেশ কয়েকদিন থেকে ইউক্রেন বাহিনীর তীব্র পাল্টা আক্রমণে রুশ বাহিনীর পিছু হটার খবর আসছে। এছাড়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইউক্রনের বাহিনীর সাফল্যের খবর দাবি করা হয়েছে।
এমনকি রুশ বাহিনীর পিছু হটা নিয়ে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র নামে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি রুশ বাহিনীর কর্মক্ষমতা নিয়ে সমালোচনা করেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ বাহিনীর দখলে থাকা ৬ হাজার কিলোমিটার অঞ্চল পুনরুদ্ধার করেছে দেশটির সেনারা।