স্বদেশ ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কিভাবে আগুনের সূত্রপাত- এ প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনোমনি শর্মা জানান, বাইরে থাকা ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে মিটারে আগুন লেগে যায়। পরে তা প্রথমে পুরো রেস্তোরাঁয় এবং পরে ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে থাকা কর্মচারীরা বের হয়ে আসতে পেরেছিল বলে জানা গেছে । তাই এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে চার তলা বিশিষ্ট ভবনটির তিন তলা পর্যন্ত পুড়ে গেছে।
এর আগে আজ রোববার সকাল ৭টার দিকে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি চারতলা আবাসিক ভবনের রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট তাদের সাথে যোগ দেয়।