সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

রংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত শতাধিক

রংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত শতাধিক

স্বদেশ ডেস্ক:

রংপুরের বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের পরিদর্শক দুলাল হোসেনসহ ১৫ জন পুলিশ সদস্য ও শতাধিক নেতাকর্মী আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার গঙ্গাচড়ায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। বিকেল সাড়ে ৩টা থেকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকে দলীয় নেতাকর্মীরা। এরপর বিকেল সাড়ে ৪টার পর বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

এ সময় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায় পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেনসহ ১৫ পুলিশ সদস্য ও শতাধিক নেতাকর্মী আহত হন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ব্যাপারে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গঙ্গাচড়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গঙ্গাচড়া থানার ওসিসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। কারো মাথা ফেটে গেছে, কারও হাত-পা কেটে গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীকালে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877