স্বদেশ ডেস্ক:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির দুই নেতা মো. মোশারফ হোসেন ও আবুল কালাম আজাদ জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিএনপির দুই নেতা। এ সময় জাতীয় পার্টিতে যোগদান করা দুই নেতাকে গলায় মালা পরিয়ে বরণ করা হয়।
উপজেলা জাতীয় পার্টির অফিসে এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা শহর জাতীয় পার্টি সভাপতি মির্জা আবুল কালাম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি, আব্দুল মান্নান, শহর জাতীয় পার্টির সাংগঠনিক আমজাদ হোসেন আকন্দ, ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক, আহম্মেদ কবির, আহবায়ক মো. সুরুজ্জামান মাস্টার প্রমুখ।