বুধবার, ১৫ মে ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাভারে সুতা তৈরির কারখানায় সন্ত্রাসীদের হামলা, গুলিবিদ্ধ ৩

সাভারে সুতা তৈরির কারখানায় সন্ত্রাসীদের হামলা, গুলিবিদ্ধ ৩

স্বদেশ ডেস্ক:

সাভারে একটি সুতা তৈরির কারখানায় সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।

বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।

সেখান থেকে পাঁচটি শটগান এবং নয় রাউন্ড গুলিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কারখানাটির মালিক সিদ্দিকুর রহমান প্রবাসে থেকে কারখানা পরিচালনার দায়িত্ব দেন তার বন্ধু কর্নেল (অব.) আনিসুর রহমানকে। অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে গত ১৭ আগস্ট সিমটেক্সের চেয়ারম্যান আনিসুর রহমানকে সব পাওনা বুঝিয়ে দিয়ে চাকুরিচ্যুত করে কর্তৃপক্ষ। এরপর থেকেই কারখানায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার বিকেল থেকেই সন্ত্রাসীরা কারখানার চারপাশে মহড়া শুরু করে। একপর্যায়ে মাইক্রোবাসে করে আসা ১৭ জন কারখানায় প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তারা কারখানার দখল নেয়ার চেষ্টা করলে বাধা দেন কমকর্তারা। এ সময় ফ্লোর ইনচার্জ রিপন, গাড়িচালক রফিক ও জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বৃহস্পতিবার সকালে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই দিদার হোসেন জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। আটজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877