স্বদেশ ডেস্ক:
চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে কন্টেইনার হ্যান্ডলিং ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি পিছিয়ে আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ তারিখ ঠিক করেন। এর আগে সাবেক এ প্রধানমন্ত্রীর অসুস্থতার জন্য শুনানির তারিখ পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের নবনির্মিত ২ নম্বর ভবনের স্থাপিত অস্থায়ী এজলাসে এদিন এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। পরের বছর ১৩ মে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর মামলার দুই আসামি গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আপিল করেন।
২০০৮ সালের ২৯ জুলাই হাইকোর্ট বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত করে। এরপর থেকে ১০ বছর মামলাটির বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। সর্বশেষ গত বছরের ২৫ নভেম্বর হাইকোর্ট ওই দুই আসামির আবেদন খারিজ করে ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন।