রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

‍স্বদেশ ডেস্ক:

রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন মোছা: বেগম (৬০), মারিয়ম (৮), মোছা: সনিয়া (২৬), মো: ইয়াসিন (১২), মো: সাহাদাত (২০) ও ইদুনী বেগম (৫০)।

জানা যায়, ওই এলাকায় লাইনের গ্যাস ব্যবহার হয়। সকালে চুলা জ্বালাতেই লিকেজ থেকে আগুন লেগে যায়। এ ঘটনায় তারা দগ্ধ হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক, জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877