স্বদেশ ডেস্ক:
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক সমাবেশ করবে দলটির নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) শাখা। সংগঠনের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য-সচিব মোহাম্মদ বদিউল আলম ২৮ আগস্ট রবিবার বিষয়টি জানান।
তারা বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান হবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার’। এই সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও থাকবেন নবগঠিত নিউইয়র্ক স্টেট ও মহানগর (উত্তর)’র কর্মকর্তাগণ। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। সেলিম রেজা ও বদিউল উল্লেখ করেছেন, বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকার প্রতিষ্ঠায় বাধ্য করতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে।