স্বদেশ ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজির চারজন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার হিজলিয়া পালং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) এবং রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিধুধর (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতাল নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।