হাকিকুল ইসলাম খোকন: ফ্লোরিডা’র অরল্যান্ডোয় বাঙালীর প্রাণকেন্দ্র ‘’আহমেদ” রেস্টুরেন্টে সর্বস্তরের শোকার্ত মানুষের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫আগস্ট বৃহস্পতিবার বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাদ মাগরিব স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বুকে কালো ব্যাজ পরিধান করে নারী-পুরুষ-শিশু-কিশোর সকলে পরম শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন। শোকাবহ ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর ঐন্দ্রজালিক নেতৃত্ব, পরাধীনতা থেকে স্বাধীনতা প্রাপ্তি, নিজস্ব জাতিসত্তা, গর্বিত আত্মপরিচয় প্রাপ্তির গৌরবোজ্জল ইতিহাস আলোচনা করা হয়। হাফেজ সাব্বির আহমেদের পরিচালনায় ফাতিহা পাঠ এবং মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়। খবর বাপসনিউজ। জাতীয় শোক দিবস অনুষ্ঠানটির আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেডিকেটেড আওয়ামী লীগার মাহবুব মিলন, মোয়াজ্জেম ইকবাল, শেলী আহসান, জসিমউদ্দিন, আবেদ আমির, সামসুদ্দোহা, ইলিয়াস ঠাকুর, সামু, কনক, বাবু, নূর, টিটু, রুমেল, মেহেদি, করিমুজ্জামান, মুনির, তারেক, মাইনুল হক, জিহাদ রানা প্রমুখ।