স্বদেশ ডেস্ক:
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান (৪৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান জানান, খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র দেখে তাদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একজন খুলনার বিধান বিশ্বাস ও আরেকজন রাজধানীর ভাটারার এনতারুজ্জামান।
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।