মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

পর্ন ভিডিও বিক্রি করায় গ্রেপ্তার ১০ ব্যবসায়ী

পর্ন ভিডিও বিক্রি করায় গ্রেপ্তার ১০ ব্যবসায়ী

স্বদেশ ডেস্ক:

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন তিলকপুর রেলস্টেশন এলাকায় মাল্টিমিডিয়ার দোকানগুলোতে অভিযান চালিয়ে পর্ন ভিডিও বিক্রির অভিযোগে ১০ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালিয়ে পর্ন ভিডিওসহ ওই ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম জানা যায়নি।

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাল্টিমিডিয়া ব্যবসার আড়ালে তরুণদের মাঝে পর্ন ভিডিও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় কম্পিউটারে পর্ন ভিডিও দেখতে পেলে র‌্যাব তাদের গ্রেপ্তার করে পিসিগুলো জব্দ করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877