শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

ওয়াশিংটনের অভিজাত এলাকায় বন্দুকধারীর হামলা

ওয়াশিংটনের অভিজাত এলাকায় বন্দুকধারীর হামলা

স্বদেশ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অভিজাত এলাকায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে এক কিশোরীসহ আরো দু’জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ওই এলাকায় মূলত অভিজাত ও উচ্চবিত্ত পরিবারগুলো বসবাস করে। ঘটনাস্থলের কাছে একটি স্কুল এবং বিশ্ববিদ্যালয় থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

এ ঘটনার পরই বন্দুকধারীকে গ্রেফতার করতে ওই এলাকাসহ আশপাশের এলাকাগুলো লকডাউন করে তল্লাশি শুরু করে পুলিশ। সতর্কতা অবলম্বন করতে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ওয়াশিংটনের সহকারী পুলিশ প্রধান স্টুয়ার্ট এমেরম্যান জানান, বন্দুকধারীর গুলিতে আহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দু’জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আহত কিশোরীর সামান্য জখম হয়েছিল, তার অবস্থাও স্থিতিশীল রয়েছে।

সূত্র : আনন্দবাজার

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877