স্বদেশ ডেস্ক:
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়ানো একটি বাসের ভেতর থেকে শনিবার ভোরে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত রিয়াদ হোসেন লিটন (৩২) সদর উপজেলার দুদু মিয়ার ছেলে। তিনি বাসটিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শুক্রবার রাত ১০টার দিকে বাসটি লক্ষ্মীপুরে পৌঁছায়। পরে চালক নাহিদ জেলা শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্কিং করে চলে যান। লিটন ও চালকের সহকারী রাতে বাসে থাকার কথা ছিল। কিন্তু ভোর ৪টার দিকে নাহিদ বাসে ফিরে দেখেন লিটন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য চালক নাহিদকে আটক করে।
বাসের হেলপার নিখোঁজ রয়েছেন বলেও জানান ওসি।
সূত্র : ইউএনবি