শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

ইমরান খানের ‘ভাগ্য নির্ধারণের’ অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি

ইমরান খানের ‘ভাগ্য নির্ধারণের’ অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানে গুরুত্বপূর্ণ জাতীয় অধিবেশন শুরুর পর তা দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পরই অধিবেশন সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। অনাস্থা প্রস্তাবের ভোটের মুখোমুখি প্রধানমন্ত্রী ইমরান খান। আজকের অধিবেশনেই তার ভাগ্য নির্ধারণ হবে।

ডনের খবরে জানানো হয়, পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার অধিবেশনের সভাপতিত্ব করেছেন। ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়টি ন্যাশনাল অ্যাসেম্বলির আজকের কর্মসূচির চার নম্বরে রয়েছে। অধিকাংশ আইনপ্রণেতাই উপস্থিত রয়েছেন পার্লামেন্টে।

এদিকে, পার্লামেন্টের বাইরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন ইমরান খানের বিরোধীদের।

গত বৃহস্পতিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877