স্বদেশ ডেস্ক:
ডেঙ্গুর বিস্তার ভয়াবহ বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধুই মুখের কথায় বসে নেই সরকার। যত দ্রুত সম্ভব কার্যকর ওষুধ আমদানি করা হবে।’
আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের পরিচ্ছন্নতা কার্যক্রমে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এডিস মশা প্রতিরোধ বিষয়ক তিন দিনব্যাপি কর্মসূচির দ্বিতীয় দিনে এই অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর বিস্তার ভয়াবহ, তাই এমন মানবিক বিপর্যয় প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’