স্বদেশ ডেস্ক: ফিনল্যান্ড ইউক্রেন থেকে উদ্বাস্তু গ্রহণের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন। তিনি সাংবাদিকদের বলেছেন, “(ফিনল্যান্ডের) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন থেকে শরণার্থীদের গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে”।
আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করে বলা হয়ঃ প্রধানমন্ত্রী সানা মারিন এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নিনিস্তো উভয়েই ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
প্রেসিডেন্ট নিনিস্তো বলেছেন, “পূর্ব সতর্কতা সত্ত্বেও আজ সকালটি আমাদের জন্য একটা ধাক্কা হয়ে এসেছে। ইউক্রেনের জনগণের প্রতি আমাদের গভীরতম অনুভূতি রইলো”।