বিনোদন ডেস্ক:
বিরাজ ভাই কাগজের ফুলের মালা গলায় দিয়ে নির্বাচনের বিজয়ী প্রার্থীর মতো হাত দেখিয়ে দেখিয়ে হেঁটে যাচ্ছে। তার পাশে হ্যান্ড মাইকে মাইকিং করতে করতে হেঁটে যাচ্ছে রতন। মাইকিং করে রতন জানায়, বিরাজ ভাই এই মাসেই বিয়ে করবে। যারা বিরাজ ভাইকে বিয়ে করতে চায় তারা যেন অতি শিগগিরই বিরাজ ভাইয়ের মোবাইল নম্বরে যোগাযোগ করে। আর বিশেষ অফার বিয়েতে কোনো রকম যৌতুক নিবে না।
পাশাপাশি বিয়েতে মেয়ের বাপের যাতে খরচ না হয় সেজন্য কাজী অফিসে গিয়ে নিজের খরচে বিয়ে করবে বিরাজ ভাই। আগে আসলে আগে বিয়ে করবেন- এই ফর্মুলায় বিরাজ ভাই এই মাসেই বিয়ে করবেন। রাস্তায় বিরাজ ভাইয়ের ক্রাশ পিংকির সঙ্গে তাদের দেখা। পিংকিকে দেখে বিরাজ রতনকে জোরে জোরে মাইকিং করতে ইশারা দেয়।
পিংকি রতনকে থামায়। বিরাজ ভাইয়ের হাত ধরে টেনে গাছের আড়ালে নিয়ে জিজ্ঞেস করে এই সবের মানে কি? বিরাজ ভাই জানায় পিংকি যেহেতু তার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চায় না, বিয়ে করতে চায় না, তাই সে দেখিয়ে দিতে চায় পিংকি ছাড়াও আরও অনেক মেয়ে আছে যে তাকে বিয়ে করতে চায়। সেইটা প্রমাণের জন্য এইসব।
এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভাই বিয়ে করবে’। ইন্দ্রজিৎ মন্ডলের রচনায় এটি নির্মাণ করেছেন সাঈদ মন্ডল। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও রুকাইয়া জাহান চমক।
নির্মাতা জানান, ‘ভাই বিয়ে করবে’ প্রচার হবে আগামীকাল শুক্রবার রাত ৮টায় আরটিভিতে।