শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৬১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৬১

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এসময়ে নগরীতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো এক লাখ ২৩ হাজার ৪৬ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৫৯ জনে। আজ সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। ফলে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ১১ দশমিক ৬৮ শতাংশ। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮২ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৭৯ জন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৮ জন, অ্যান্টিজেন টেস্টে সাতজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৯ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে নয়জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৪০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877