বিনোদন ডেস্ক:
ভারতের সাবেক অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিং বাবা হয়েছেন। নিজের টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে এক বার্তায় তিনি বিষয়টি অবহিত করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
২০১৬ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছিলেন যুবরাজ সিং। এরপর কেটে গেল দাম্পত্য জীবনের পাঁচটি বছর। অবশেষে যুবরাজ ও তার স্ত্রী হ্যাজেল কিচের ঘর আলোকিত করে গতকাল মঙ্গলবার এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টে সন্তানের ছবি প্রকাশ করেননি ওই ক্রিকেটার।
টুইটার ও ইন্সটায় নিজের বাবা হওয়ার খবর জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। আমাদের পরিবারে এক পুত্র সন্তান এসেছে। আমরা উচ্ছ্বসিত হয়ে এই খবর জানাচ্ছি।‘ এ সময় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
একই সঙ্গে গোপনীয়তা বজায় রাখার জন্য সবাইকে আবেদন করে যুবরাজ তার টুইটারে লিখেছেন, ‘এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। হ্যাজেল ও যুবরাজের পক্ষ থেকে ভালোবাসা। ‘
যুবরাজের বাবা হওয়ার বিষয়টি জানতে পেরে চুপ থাকেননি তার ভক্ত সমর্থকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় যুবরাজকে অভিনন্দন জানিয়ে তারাও উচ্ছ্বাস প্রকাশ করছেন।