শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

বিপিএল খেলতে ঢাকায় আন্দ্রে রাসেল-উদানা

বিপিএল খেলতে ঢাকায় আন্দ্রে রাসেল-উদানা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একই সঙ্গে ঢাকায় এসেছে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার ইসুরু উদানা। চলতি আসরে মিনিস্টার ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন এই দুই ক্রিকেটার।

আজ মঙ্গলবার সকালের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা। ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

চলতি আসরকে ঘিরে বেশ তারকাবহুল দল গঠন করেছে ঢাকা। দেশিদের মধ্যে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল হোসেনের মতো তারকাদের দলে ভিড়িয়েছে তারা। একই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যেও বেশ তারকা খ্যাতি সম্পন্ন ক্রিকেটারদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

একনজরে মিনিস্টার ঢাকার স্কোয়াড :

ড্রাফটের আগে সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান) ও নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।

ড্রাফট থেকে : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান), নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান ও এবাদত হোসেন চৌধুরী।

ড্রাফটের পর : রিশাদ হোসেন ও আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877