রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ, দলের অবস্থান জানালেন অলি

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ, দলের অবস্থান জানালেন অলি

স্বদেশ ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির চলমান ‘অর্থহীন’ সংলাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। আজ বুধবার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান জানাতে গিয়ে তিনি এ কথা জানান।

অলি আহমদ বলেন,‘রাষ্ট্রপতি ভালো মানুষ। কিন্তু তার কোনো ক্ষমতা নাই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ, স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের নামে যা হচ্ছে তা হলো চা চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্খিত ফল আসেনি। এই সংলাপে যাওয়া অর্থহীন। চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না।’

নিজের আত্মসমালোচনা করে বিএনপির প্রভাবশালী সাবেক এই নেতা বলেন, ‘আজকের এই সংকটের পেছনে আমিও দায়ী। এজন্য জনগণের কাছে ক্ষমা চাই। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল। তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম।’

তিনি আরও বলেন,‘এরই মধ্যে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অনেকে বলেন, কেয়ারটেকার সরকার চাচ্ছেন। ক্ষমতায় যেতে এত তাড়াহুড়ো কেন? সকল প্রতিষ্ঠানে ভারসাম্য আনতে কাজ করতে হবে।’

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ, প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, ড. নিয়ামুল বশির, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ, সহ-সভাপতি ডক্টর আবু জাফর সিদ্দিকী, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বিলাল হোসেন মিয়াজি, অধ্যক্ষ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন মানিক প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877