রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য মিরপুরে উপচেপড়া ভিড়

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য মিরপুরে উপচেপড়া ভিড়

স্বদেশ ডেস্ক: করোনার ধকল কাটিয়ে দীর্ঘ ২১ মাস পর মাঠের গ্যালারিতে বসে খেলার দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তাই আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টিকিটের জন্য মিরপুরে উপচেপড়া ভিড় দেখা গেছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল ১৯শে নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ৯টায় শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম। টিকিট থাকা সাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ। তবে সকাল ৬টা থেকে টিকিট বুথের সামনে ভিড় করেন ক্রীড়াপ্রেমিরা। দীর্ঘলাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

টিকিট কিনতে আসা দর্শকরা অভিযোগ করেছেন, ১টির বেশি টিকিট দেওয়া হচ্ছে না। তারা প্রত্যাশা করেছিলেন, একজন অন্তত ২টি টিকিট কিনতে পারবেন।

টিকিট বুথ ১টি হওয়ায় টিকিট প্রত্যাশীদের লাইন ক্রমেই বড় হচ্ছে।

জানা গেছে, দেশে করোনা সংক্রমণের হার কমে আসায় আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে গ্যালারিতে আবার দর্শক ফেরাচ্ছে বিসিবি। তবে দর্শক ফেরালেও ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেওয়া হবে না। সঙ্গে শর্ত হলো করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন সনদ দেখানো সাপেক্ষে।

টিকিট দেয়া হচ্ছে মোট ৫ ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ১০০ টাকায়।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিক্রয়ের পর যদি ম্যাচের দিন টিকিট পর্যাপ্ত থাকে, তাহলে স্টেডিয়াম সংলগ্ন বুথে (এক নম্বর গেট সংলগ্ন) বিক্রি করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877