শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

রাবির হল খুলেছে, মাস্ক ও ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ

রাবির হল খুলেছে, মাস্ক ও ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ

স্বদেশ ডেস্ক:

করোনা মহামারির দেড় বছরেরও বেশি সময় বন্ধের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে হলে প্রবেশ করতে শুরু করেন শিক্ষার্থীরা।

আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গোলাপ, হ্যান্ড স্যানিটাইজার, চলকেট ও মাস্ক উপহার দিয়ে বরণ করে নেয় হল প্রশাসন।

শিক্ষার্থীদের বরণ করার আগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্য বলেন, ‘দীর্ঘদিন পর শিক্ষার্থীরা হলে উঠতে পারছে এটি আনন্দের। তবে বর্তমান পরিস্থিতিতে সবার স্বাস্থ্য সুরক্ষার বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। হলে উঠার আগে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। এটি ছাড়া হল ও ক্লাস রুমে প্রবেশ করা যাবে না। ’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা হলে উঠার পর অসুস্থ হলে তাদের আইসোলেশনে রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আইসোলেসন রুম ও মেডিকেলে করোনা ডেডিকেট একটি বেড রাখা হয়েছে। কোনো শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে দ্রুতই তার করোনা টেস্টের ব্যবস্থা করা হবে। এ ছাড়া এখনো যারা টিকার রেজিস্ট্রেশন করেনি। তারা দ্রুতই রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন রাখা হয়েছে। ’

এদিকে, দীর্ঘদিন পর হল খুলে দেওয়ায় শিক্ষার্থীরা সমাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী আব্দুল্লাহ মামুন বলেন, ‘দীর্ঘদিন একসঙ্গে যাদের সঙ্গে সময় কাটিয়েছি তাদের সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগছে। হলের রুমে এসে এক অসম্ভব ভালো লাগা কাজ করছে। এ ছাড়া হলের কর্মকর্তারাও আন্তরিক।’

শহীদ হাবিবুর রহমান হলের শিক্ষার্থী আকাশ আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন থাকার পর হলে এসে ভালো লাগছে। পরিচিত সবার সঙ্গে দেখা হচ্ছে। ইদের মতো আনন্দ লাগছে। ’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877