শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

দশমীর প্রতিমা বিসর্জন দেওয়ার পর মদপান, দুইজনের মৃত্যু

দশমীর প্রতিমা বিসর্জন দেওয়ার পর মদপান, দুইজনের মৃত্যু

নওগাঁর মান্দা ও ধামইরহাট উপজেলায় মদপান করে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার শারদীয় দূর্গোৎসবের দশমীর প্রতিমা বিসর্জন দেওয়ার পরে তারা মদপান করে মারা যান বলে পুলিশ জানিয়েছে।

মদপানে মৃতরা হলেন- মান্দা উপজেলার উপজেলার কুড়কুচি গ্রামে ধীন্দ্রেনাথ দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (৪৫) ও ধামইরহাট উপজেলার বস্তাবর গ্রামের জগেন পাহানের ছেলে নিতিশ পাহান (২৫)।

এ বিষয়ে ধামইরহাট উপজেলার মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিয়ে বিনয় চন্দ্র দাস মদ্যপ অবস্থায় নদীর পাড়ে বেরী বাঁধের উপর বসে ছিলেন। এরপর তিনি আর রাতে বাড়িতে ফিরে যাননি। আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

অপরদিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, নিতিশ পাহান আদিবাসী সম্প্রদায়ের। তিনি গতকাল শুক্রবার মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার সময় ভ্যান উল্টে আহত হন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রাত ৩টার দিকে তিনি মারা যান।

মান্দা ও ধামইরহাট উপজেলায় মদপানে দুই জনের মৃত্যুর ঘটনায় থানায় দুটি পুথক ইউডি মামলা দায়ের করা হয়েছে। আর দুই পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মুচলেকা নিয়ে ময়নাতদন্ত না করেই লাশ দুটি সৎকার করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877