স্বদেশ ডেস্ক: বরিশালে ইউএনও’র বাসভবনে হামলায় পুলিশের দায়ের করা মামলার ২ নম্বর আসামী ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাকে রাজধানীর মহম্মদপুর থেকে আটক করেছে র্যাব ২। র্যাব সদর দপ্তরের মিডিয়া উইং এর এএসপি ইমরান আটকের সত্যতা জানিয়ে বলেন, বরিশালে ইউএনওর বাসায় হামলার মামলায় এজাহারভুক্ত ২ নং আসামি শেখ সাঈদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে র্যাব ২ এর সদস্যরা আটক করেছে। আটকের পর সংশ্লিস্ট থানায় অর্থাৎ বরিশাল কোতয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করা হবে। গতকাল রাত ১০ টার দিকে আটক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। শেখ সাইয়েদ আহমেদ মান্না বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মহানগর আওয়াশীলীগের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ এর ছোট ছেলে। উল্লেখ্য গত বুধবার ১৮ আগস্ট বরিশালে সদর ইউএনওর সাথে বরিশাল মহানগর আওয়ামীলীগের দ্বন্ধর কারনে কোতয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়।( যাহার নং৭২ এবং ৭৩)। ওই মামলায় মান্না পুলিশ বাদীর এজাহার ভুক্ত ২ নং আসামি।