স্বদেশ ডেস্ক: হেফাজতে ইসলামের বিলুপ্ত ঘোষিত কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারি মাদরাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত অক্সিজেন লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয় তাকে। পরে হাসপাতালে ভর্তি করা হয় হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জুনায়েদ বাবুনগরী দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।