রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। অবশ্য এই সময়ে আক্রান্তের চেয়ে সুস্থতা বেড়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

তথ্যমতে, বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। সুস্থ হয়েছেন ৭১৫ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে সিলেট জেলায় ১৯, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন।

এর আগে সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ ২০ জনের মৃত্য হয়। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মারা গেছেন ৮৪৪ জন। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭৭, সুনামগঞ্জে ৫৯,হবিগঞ্জে ৪২ ও মৌলভীবাজাওে ৬৬ জন রয়েছেন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৫৫৭ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৫৯০ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ৩১৯, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯১৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৫৫৭ জনের ফলাফল পজিটিভ আসে। এতে সংক্রমণের হার হচ্ছে ২৯ দশমিক ০৬ ভাগ। যা আগের দিন ছিল ২৮ দশমিক ৭২ ভাগ।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৭ হাজার ১১ জন।

অপর দিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১৫ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেন ৩৪ হাজার ৫৫২জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ জন। যা আগের দিন ছিল ১৩৬ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৬৯ জন।

গত এক দিনে সিলেট বিভাগে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয় ১৩৯ জন। এ সময়ে আরো ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫৪ জন।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877