স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। দেশে করোনায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনের।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত রোববার দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়, যা একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যু।