বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন

রাজশাহীতে পৌর মেয়রের বাড়ি থেকে অস্ত্র, মাদক ও কোটি টাকা জব্দ, স্ত্রীসহ আটক ৩

রাজশাহীতে পৌর মেয়রের বাড়ি থেকে অস্ত্র, মাদক ও কোটি টাকা জব্দ, স্ত্রীসহ আটক ৩

স্বদেশ ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে নগদ প্রায় এক কোটি টাকা, অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। এসময় পৌর মেয়র মুক্তার আলী পালিয়ে গেলেও তার স্ত্রী জেসমিন বেগম ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর এলাকার মেয়রের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, মঙ্গলবার রাতে পৌর মেয়রের নেতৃত্বে তার লোকজন আড়ানী বাজারের পল্লী চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন ওরফে মজনুর বাড়িতে হামলা চালায়। পূর্ব শত্রুতার জেরে ওই হামলায় মজনু ছাড়াও তার স্ত্রী ও শিশু সন্তান আহত হন। এই ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেন হামলার শিকার মজনু। পরে মেয়রের বাসায় অভিযান চালায় থানা পুলিশ। কিন্তু ওই সময় মেয়র মুক্তার আলীকে বাসায় পাওয়া যায়নি। তবে বাসায় নগদ ৯৪ লাখ ৮৮ হাজার টাকা, গুলিসহ চারটি পিস্তল, ইয়াবা, হেরোইন, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877