স্পোর্টস ডেস্ক:
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইতালি। প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে এই জয় পায় তারা।
ইউরো কাপের সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করল ইতালি।
আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইউরো কাপের দ্বিতীয় শিরোপার লক্ষ্যে ফাইনাল খেলতে নামবে ইতালি। তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দল।