স্বদেশ ডেস্ক:
কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আলবেসেলেস্তারা। দ্বিতীয়ার্ধে এসে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস দিয়াস। এরপর টাইব্রেকারে গড়ালে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দারুণ দক্ষতায় ফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসিরা।
আজ বুধবার সকালে মানে গরনিঞ্চা ব্রাসিলিয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির পা থেকে বল পেয়ে দূরের পোস্ট ঘেঁষে বল জালে জড়ান লাউতারো মার্টিনেজ। ৩৬তম মিনিটে কলম্বিয়ার উল্লেখযোগ্য দুটো আক্রমণই পোস্টের বাধায় আটকে যায়। এতে সমতায় ফেরা হয়নি তাদের।
বিরতির আগে ব্যবধান বাড়াতে পারতো আলবেসেলাস্তারা। মেসির কর্নার থেকে সিক্স ইয়ার্ড বক্সে দারুণ এক হেড নেন নিকোলাস গঞ্জালেস। তবে তার হেড গোলরক্ষকের বাধায় জালের উপর দিয়ে বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে উঠে কলম্বিয়া। ৬১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা। বাম পাশ থেকে লুইস দিয়াসের দারুণ এক শটে সমতায় ফেরে কলম্বিয়া।
৭২তম মিনিটে ফাঁকা জাল পেয়েও গোল করতে পারেননি মার্টিনেজ। ডি-বক্সের ভেতর দি মারিয়ার দারুণ ক্রসে বল পেয়ে যান তিনি। তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফেরে। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। শেষের দিকে পুরো ম্যাচ জমে উঠলেও গোলের দেখা পায়নি কেউই।
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হওয়ায় নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক মার্টিনেজের দারুণ দক্ষতায় ৩-২ গোলে জয় নিয়ে ফাইনালে উঠে লিওনেল মেসিরা। আগামী রোববার সকাল ৬টায় ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।