শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

ফেসবুকে গানের খেলায় মেতেছেন হাবিব!

ফেসবুকে গানের খেলায় মেতেছেন হাবিব!

বিনোদন ডেস্ক:

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ গতকাল সোমবার তার ফেসবুক পেজে লিখেছেন, ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ…’। আর বাকিটা লিখতে বলেছেন ভক্তদের। এমনটা বলার পেছনে একটি রহস্যও আছেন। ভক্তদের দেওয়া কথাগুলো দিয়ে তিনি সাজাতে চান একটি গান। যা সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠও দেবেন তিনি।

হাবিব বলেন, ‘স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই অনেক সুন্দর সুন্দর লাইন লিখেছেন। আমি সারপ্রাইজড! বলেছিলাম, এক লাইন করে নিবো কিন্তু একজনের লেখা ৪ লাইনও ভালো লেগে গেছে! সেটাও নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই গানটি করার মূল আইডিয়াটাই এসেছে লকডাউনে বসে কয়েকজন মিলে লেখার একটি ভাবনা থেকে। আমি চাই, ভক্ত-শ্রোতারা সবাই এতে অংশগ্রহণ করুক।’

এদিকে, সম্প্রতি হাবিব তৈরি করেছেন নতুন গান ‘বাধাহীন আমার মনের এই গল্প’। যেখানে হাজির হয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যানসির মেয়ে রোদেলা। মায়ের মতোই হাবিবের সুর-সংগীতে গেয়েছেন সেও। এর কথা লিখেছেন মারুশা। গত ১ জুলাই হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877