স্বদেশ ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ী সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার মো. আবু সুফিয়ানকে (৩১) নিখোঁজের পাঁচ দিন পর রাজধানীর আদাবর থানা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন। গত ২৪ জুন বিকেলে নিজের বিয়ের বাজার করতে আবু সুফিয়ান গোবিন্দগঞ্জ থানা সদরে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে তিনি ফোন করে জানান, তার বাড়ি ফিরতে দেরি হবে। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
আবু সুফিয়ান বাড়িতে না ফিরলে তার বোনের জামাই মো. জাহিদুর ২৫ জুন পলাশবাড়ী থানায় একটি জিডি করেন। এরপর গাইবান্ধা জেলা পুলিশ অনুসন্ধান শুরু করে। সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অনুসন্ধান শুরু করেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আবু সুফিয়ানকে গতকাল বুধবার রাজধানীর আদাবর থানার ৩ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
ব্যাংক কর্মকর্তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তার বিয়ের আগের দিন গোবিন্দগঞ্জে বাজার করতে যাওয়ার পরে বিভিন্ন মানসিক টেনশনে সিদ্ধান্ত হীনতায় পড়েন আবু সুফিয়ান। পরে নিজেই মোবাইল বন্ধ করে মাইক্রোবাসে ঢাকায় চলে যান এবং আত্মগোপন করেন।