স্বদেশ ডেস্ক:
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়ে প্রায় ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ৪৭ দশমিক ৩১ শতাংশ।
একই সময়ে সাতক্ষীরায় করোনা পজিটিভ হয়ে তিন জন মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়ে ৫৬ জন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২৮৪ জন।
আজ মঙ্গলবার জেলার সিভিল সার্জন কার্যালয় ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৯৩ শতাংশ।
জেলায় বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৭৪১ জন। এর মধ্যে ৭০৩ জন বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং ৩৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।