স্বদেশ ডেস্ক:
সাভার এলাকার ব্যবসায়ী আহসান হাবীব। দোকানের পাওনা টাকা আদায়ের জন্য গত ৭ মে বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু সেই রাতে আর বাসায় না ফেরায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।
অপরদিকে ৭ মে রাতেই কালিয়াকৈর থানার হরিনহাটি এলাকার একটি বাসার নিচে থেকে আগুনে পোড়া অবস্থায় আহসান হাবীবকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনিস্টিউটের নিয়ে যায়।
পরের দিন ৮ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আহসান হাবীব। এরপর তার পরিবার খোঁজাখুজি করে হাসপাতালে আহসান হাবীবের লাশ শনাক্ত করে।
পরে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত আহসান হাবীবের শ্যালক। ওই মামলাটি তদন্ত করতে শুরু করে সিআইডি।
তদন্তে নেমেই এজাহারনামীয় প্রধান আসামি
মো. নুরুন নবীকে (২৭) গতকাল সোমবার রাতে কালিয়াকৈর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি।
আজ দুপুরে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ নাজমুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। তিনি জানান, নিহত ব্যবসায়ী আহসান হাবীবের সাথে নুরুন নবীর ব্যবসায়িক বিরোধ ছিলো। এরই জের ধরে নিহত আহসান হাবীবকে ঘটনার সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এরপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সিআইডি।