স্বদেশ ডেস্ক:
ডোবার পানিতে ডুবে জমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শরিয়তপুরের সখিপুর থানার তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া লামিয়া (৬) ও মাসুদ (৬) বালারহাট তারাবুনিয়া গ্রামের কুদ্দুস আলীর ছেলেমেয়ে।
শিশুদের মামা নুর হোসেন ঢ়াড়ী জানান, সকালে নাস্তা খেয়ে ভাইবোন বাড়ির উঠানে খেলতে নামে। তখন বাড়ির অন্যরা কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে সকলের অজান্তে তারা বাড়ির পাশের একটি ছোট ডোবাতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজখুঁজি করে ডোবার পানি থেকে দুজনকে একসঙ্গে উদ্ধার করা হয়। তাদের কোনো শ্বাস-প্রশ্বাস না পেয়ে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বেনজির আহমেদ বলেন, ‘জমজ ওই দুই শিশু হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছে। আমার সব পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করেছি।’