শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

সংক্রমণ বেড়ে যাওয়া জেলাগুলোয় ‘লকডাউন’ : স্বাস্থ্যমন্ত্রী

সংক্রমণ বেড়ে যাওয়া জেলাগুলোয় ‘লকডাউন’ : স্বাস্থ্যমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

দেশের যেসব জেলায় করোনাভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাচ্ছে সেই জেলাগুলোতে কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে মেডিকেল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ মালেক বলেন, চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে ‘আইসোলেটেড’ করে রাখা হবে। প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে।

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের টিকার আওতায়া আনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পাঁচ লাখ টিকা দিয়ে আমরা আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব। যাদের টিকা দানের আওতায় আনা হবে তার বেশির ভাগই হবে মেডিকেল শিক্ষার্থী ও সম্মুখ সারিতে কাজ করা চিকিৎসা কর্মী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে চারটি হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এদিন সিনোফার্মের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন ঢাকা মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী অনন্য সালাম সমতা। দ্বিতীয় টিকা গ্রহণ করেন শাহিন আহমেদ এবং নিয়ামুল হক। তারা দুজনই একই প্রতিষ্ঠান ও বর্ষের শিক্ষার্থী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877