স্বদেশ ডেস্ক:
জুথি আঁখির কণ্ঠে গতকাল প্রকাশ হলো ‘সরল মাইয়া’ গানের মিউজিক ভিডিও। পরিতোষ বাড়ৈর কথায় গানটির সুর করেছেন খালেদ মুন্না, সংগীতায়োজন করেছেন এনএইচ শেহান। গানটি প্রকাশ হয়েছে নয়নতারা মিউজিক থেকে।
‘সরল মাইয়া’ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী জুথি আঁখি বলেন, গানের কথা ও সুর ভালো লেগেছে। এ ধাঁচের গান আমার ভীষণ পছন্দের। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
সম্প্রতি আঁখির আরও একটি গান প্রকাশ হয়েছে। ‘ভালোবাসি তোকে’ শিরোনামের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন এমএইচ রিজভীর সঙ্গে। এটির কথা লিখেছেন আলামিন ইসলাম ও সুদ্বীপ। সুর করেছেন আলামিন ইসলাম, সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। এ গানটি নিয়েও উচ্ছ্বসিত আঁখি।