শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

অবিশ্বাস্য মেসিতে উড়ছে বার্সা

অবিশ্বাস্য মেসিতে উড়ছে বার্সা

স্পোর্টস ডেস্ক:

হ্যাটট্রিক করার দারুণ একটি সুযোগ হাতছাড়া করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত লা লিগায় তার জোড়া গোলে গেটাফের বিপক্ষে ৫-২ গোলে জয়লাভ করেছে কাতালান জায়ান্টরা। এই জয়ের মাধ্যমে শিরোপার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে হুয়েস্কাকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের ইনজুরি টাইমে পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারলে হ্যাটট্রিক পেয়ে যেতেন মেসি। তবে ওই সময় পাওয়া পেনাল্টি থেকে গোল করেছেন সতীর্থ গ্রিজম্যান। ফলে সহজ জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জয়ের পর বার্সা এখন দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে রয়েছে। লা লিগার পয়েন্ট তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তারা ৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে বাড়তি একটি ম্যাচ।

এর আগে অনুষ্ঠিত লা লিগায় দিনের আরেক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারায় হুয়েস্কাকে। জানুয়ারির পর প্রথম এই পরপর জয়লাভে আবারও রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ফলে রোমাঞ্চকর ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। কারণ আগের দিন করিম বেনজেমার জোড়া গোলে কাডিজকে ৩-০ গোলে পরাজিত করেছিল রিয়াল মাদ্রিদ। ফলে এটিই প্রমাণিত হয়েছে যে ইউরোপীয় সুপার লিগ নিয়ে যতই হৈচৈ হোক না কেন ময়দানি লড়াই থেকে একচুলও সরে আসেনি স্পেনের এই জায়ান্ট ত্রয়ী। যদিও অ্যাটলেটিকো বিতর্কিত ওই সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু বার্সা ও রিয়াল এখনো ওই প্রকল্প থেকে সরে আসেনি।

এ দিকে কাপ শিরোপা জয়ের জন্য মাঠে কাতালান দলকে গার্ড অব অনার দিলেও পাশাপাশি সুপার লিগ আয়োজনের প্রতিবাদে টিশার্টও গায়ে চড়িয়েছিল গেটাফের খেলোয়াড়রা।

গতকালের জোড়া গোলের ফলে এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে। এর মধ্যে লিগে করেছেন ২৫টি গোল, যা গেটাফের সর্বমোট গোলের চেয়ে একটি বেশি।

ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি। সার্জিও বুসকেটস এর পাসের বল শটে দিয়ে উপরের কোনা দিয়ে জালে জড়ান আর্জেন্টাইন সুপার স্টার। তবে ১২ মিনিটে ক্লেমেন্ট লেংলেটের আত্মঘাতী গোলে সমতায় ফিরে আসে গেতাফে। আরেকটি আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় বার্সা। ২৮ মিনিটে এবারের ভুলটি করেছেন সফরকারী দলের সোফিয়ান চাকলা। ম্যাচের ৩৩ মিনিটে ফের গোল করে বার্সাকে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে দেন মেসি।

বিরতি থেকে ফিরে আবারও প্রতিদ্বন্দ্বিতায় নামে গেটাফে। সফল হয় ৬৯ মিনিটে। পেনাল্টি থেকে এনেস উনাল গোল করলে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয় সফরকারী দলটি। ৮৭ মিনিটে মেসির কর্নার থেকে বল পেয়ে আরাউজো গোল করলে নিরাপদ দূরত্বে পৌছে যায় বার্সা। ইনজুরি টাইমে গ্রিজম্যানের গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা। এর আগে অনুষ্ঠিত লিগ ম্যাচে অ্যাঞ্জেল কোরেয়া ও ইয়ানিক ক্যারাসেস্কার গোলে তালিকার শীর্ষস্থান ফিরে পায় অ্যাটলেটিকো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877