স্পোর্টস ডেস্ক:
তিন দিনের নিলাম শেষে পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছুড়ে ফেলা সেই অ্যার্মব্যান্ড অবিশ্বাস্য দামে কিনে নিয়েছেন এক ব্যক্তি। যার দাম উঠেছে ৬৪ হাজার ইউরো, বাংলাদেশ মূদ্রায় যা প্রায় ৬৪ লাখ টাকা। এই অর্থের সবটুকুই ব্যবহার করা হবে বিরল রোগে আক্রান্ত ছয় মাসের শিশু গারভিলো দুরদিয়েভিচের চিকিৎসায়।
গত শনিবার ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। ওই ম্যাচের ফল যখন ২-২ গোলে ড্রয়ের পথে ঠিক তখনই শেষ মুহূর্তে রোনালদোর করা ‘বৈধ গোল’ বাতিল করেন ম্যাচ রেফারি। ম্যাচে ভিডিও এসিস্ট রেফারি (ভিএআর) না থাকায় নিশ্চিত গোল বাতিলের কারণে পয়েন্ট হারায় ইউরো চ্যাম্পিয়নরা। পরে প্রচণ্ড রাগ ও ক্ষোভ চেপে রাখতে না পেরে মাঠে অ্যার্মব্যান্ড খুলে ছুড়ে ফেলেন রোনালদো।
পর্তুগীজ তারকার ছুড়ে ফেলা সেই আর্মব্যান্ড কুড়িয়ে নেন স্থানীয় দমকলকর্মী জর্জ ভুকিসেভিচ। পরে ম্যাচের ছবি ও ভিডিও ফুটেজ দেখে সেই অ্যার্মব্যান্ডটির সত্যতা যাচাই করে তা নিলামে তোলে স্পোর্টস চ্যানেল ‘স্পোর্টক্লাব’। সেখানে তিন দিনের নিলাম শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৬৪ হাজার ইউরোতে কিনে নেন ব্যান্ডটি।
নিলাম থেকে পাওয়া ৬৪ হাজার ইউরো দিয়ে শিশুটির বিশাল চিকিৎসা ব্যয়ের কিছুটা পূরণ হবে। কেননা তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ ইউরো। বিশ্বে প্রতি ১০ হাজার শিশুর একজন এই রোগে আক্রান্ত হয়।