শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

কলকাতার শোবিজে তোলপাড়

কলকাতার শোবিজে তোলপাড়

বিনোদন ডেস্ক:

কলকাতার শোবিজ অঙ্গনে এখন একটি বিষয় নিয়ে বেশি আলোচনা চলছে। এমনকি পুরো টলিউডে এখন কারা কারা বিজেপিতে যোগ দিচ্ছেন এ নিয়ে আলোচনা চলছে। ভারতে চলছে তারকা দিয়ে দল ভারী করার লড়াই। বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশ নজর দিয়েছে দেশটির সব রাজনৈতিক দল। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে তো বলাই হয়ে থাকে তারকাদের দল।

তাপস পাল, শতাব্দী রায়, চিরঞ্জিতের মতো তারকারা এই দলের সাংসদ হিসেবে রয়েছেন। এরা সবাই ক্যারিয়ারের শেষদিকে রাজনীতিতে এলেও মমতা যুবকদের আকর্ষণ বাড়াতে দলে টেনেছেন ক্যারিয়ারের তুঙ্গে থাকা দেব, সোহম, নুসরাত, মিমিদের। নতুন করে গত শনিবার এক সম্মেলনে যোগ দিয়েছেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীসহ আরও অনেকেই।

এবার সরকারে থাকা বিজেপিও বেশ সক্রিয় হয়ে উঠেছে তারকাদের দলে ভেড়াতে। তারা নানাভাবে চেষ্টা করে যাচ্ছে বাংলার তারকাদের দলে নিতে। এরই মধ্যে ‘পদ্ম’ শিবিরে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ, যশ, হিরনের মতো তারকারা।

আর নতুন করে পরিকল্পনা করা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, আবির চ্যাটার্জিদের নিয়ে। সম্প্রতি বিজেপির এক মন্ত্রীর অনুষ্ঠানে দেখা গেছে এই তারকাদের। যাতে করে তাদের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি জোর আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরের ডাকে সাড়া দিয়ে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চ্যাটাজি, পাওলি দামের মতো টলিপাড়ার প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। যা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

গেল সোমবার কেন্দ্রীয় ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে কার্যত গোটা টলিউডকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন সন্ধ্যে থেকেই দেখা যায় রীতিমতো চাঁদের হাঁট।

একে একে হাজির হন ঋতুপর্ণা, আবীর, পাওলিরা। ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্কর, প্রযোজক মহেন্দ্র সোনি, নিসপাল সিং রানে, পরিচালক অনীক দত্ত, অরিন্দম শীলদের মতো তারকারা। এ ছাড়াও যে সমস্ত তারকা ইতোমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন তারা কমবেশি সবাই এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথাকথিত তৃণমূল ঘনিষ্ঠ তারকাদেরও অনেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যারা সেভাবে শাসক বা বিরোধী কোনো শিবিরেরই অংশ নন, তাদেরও কেউ কেউ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তাৎপর্যপূর্ণভাবে শঙ্কুদেব পা-া, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, বাবুল সুপ্রিয়র মতো মার্কামারা বিজেপি নেতারাও হাজির ছিলেন ওই সরকারি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় বাঙালি আবেগকে কাজে লাগাতে দাদাসাহেব ফালকের ধাঁচে সত্যজিত রায়ের নামে পৃথক চালুর কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

আবার এদিকে হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। তার হাতে পতাকা তুলে দিয়ে স্বাগত জানান দলটির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ।

ভারতে বিধানসভা নির্বাচনের আগে কার্যত দুভাগে ভাগ হয়ে গিয়েছে টলিউড। সম্প্রতি বিজেপি তাক লাগিয়ে দেয় যশ দাশগুপ্তকে দলে টেনে। সংসদ সদস্য অভিনেত্রী নুসরাতের বন্ধু যশ ছাড়াও বিজেপিতে যোগ দেন পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, সুতপা সেন, অতনু রায়, অশোক ভদ্র, মল্লিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

তবে আজ নাড্ডার সফরের শুরুতে হেস্টিংসে পায়েল সরকরের যোগদানটা ছিল চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চমকের পাল্টা জবাবও বলছেন অনেকে। বুধবার টলিউড তারকার ঢল নেমেছিল তৃণমূলে। মমতার হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিকসহ বেশ কয়েকজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877