স্বদেশ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছ থেকে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার আরেক ছাত্রকে (১৫) আটক করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার কালীকচ্ছ চাঁনপুরের একটি মাদ্রাসা থেকে অভিযুক্ত ছাত্রকে পুলিশ আটক করে। আটক ছাত্রের বাড়ি নাসিরনগর উপজেলায়। সে সিরাজবাগ নূরানী ও হাফেজীয়া মাদরাসার আমপারা শ্রেণির ছাত্র।
জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে সিরাজবাগ নূরানী ও হাফেজিয়া মাদরাসার ছাত্ররা পার্শ্ববর্তী এলাকায় কালীকচ্ছ বর্ডার-বাজার বায়তুল জামে মসজিদের মাহফিলে ওয়াজ শুনতে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্ত মাদ্রাসার ছাত্র ১০ বছরের ওই ছাত্রকে মসজিদের ছাদে নিয়ে গিয়ে বলাৎকার করে। রাতেই ওই ছাত্র মাদ্রাসার শিক্ষক ও তার নানাকে ঘটনাটি জানালে পুলিশ ওই মাদ্রাসা থেকে অভিযুক্তকে আটক করে।
এ বিষয়ে সরাইল থানার এসআই আবু ইউসুফ জানান, বায়তুন নুর জামে মসজিদের ওয়াজ মাহফিলে কালীকচ্ছ সিরাজবাগ নন্দিপাড়া রহিমুন্নেছা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় আরেক ছাত্রকে আটক করে সরাইল থানার পুলিশের কাছে সোপর্দ করেছে মুসল্লিরা।