শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীতে টিকাদান কার্যক্রম শুরু

রাজশাহীতে টিকাদান কার্যক্রম শুরু

স্বদেশ ডেস্ক: রাজশাহীতে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১০টা থেকে রাজশাহীর ১১টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টিকা নেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এরপর পর্যায়ক্রমে টিকা নেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন কাইয়ুম তালুকদারসহ সরকারের বিভিন্নস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
নগরীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রেই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম পর্যায়ে রাজশাহীতে ১ লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন সাড়ে ৭ হাজার মানুষ। তবে ১১ টা পর্যন্ত কেন্দ্রে কোনো সাধারণ মানুষকে টিকা নিতে আসতে দেখা যায় নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877