স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে শনিবার ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তবে কর্নওয়ালের বলে আউট হয়ে ফিরে গেছেন মুশফিকুর রহীম।
আগের দিনের তিন উইকেটে ৪৭ রান নিয়ে শনিবার মাঠে নামে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল ও মুশফিক দেখে-শুনেই এগুচ্ছিলেন। কিন্তু তারপরও রক্ষা হয়নি। কর্নওয়ালের বলে এলবি হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। রিভিউ চেয়েও কাজ হয়নি। আম্পায়ার আঙুল তোলেন। দলীয় ৭৩ রানে চতুর্থ উইকেটের পতন। ৪৮ বলে ১৮ রানে ফেরেন মুশফিক।
এরপরই অবশ্য টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটির দেখা পান অধিনায়ক মুমিনুল হক। ৮৪ বলে ৫ চারে ফিফটি স্পর্শ করেন মুমিনুল।
এই প্রতিবেদন লেখা অবধি বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৬১ রানে। ক্রিজে মুমিনুলের সাথে ব্যাট করছেন লিটন দাস।