বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ট্রাম্পের

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ট্রাম্পের

স্বদেশ ডেস্ক:

নির্বাচনে পরাজয়ের পর নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরাজয়কে ঘিরে রিপাবলিকান পার্টির মধ্যে চলমান অন্তর্কোন্দলের মুখে ট্রাম্পের এমন চিন্তাভাবনার কথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

এ সংক্রান্ত প্রতিবেদনে গত মঙ্গলবার এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নতুন দল খোলার বিষয়ে গত সপ্তাহে সহযোগীদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। নতুন দলের নাম ঠিক করেছেন, ‘প্যাট্রিয়ট পার্টি’। তবে নতুন দল খোলার বিষয়ে ট্রাম্প কতখানি দৃঢ়প্রতিজ্ঞ, তা এখনো পরিষ্কার নয়। তবে ২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আগে ট্রাম্প সমর্থকগোষ্ঠীর বেশিরভাগকেই দলীয় কার্যক্রমে তেমন একটা দেখা যায়নি।

২০২৪ সালে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তেমন হলে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ সম্ভাব্য প্রার্থীদের জন্য তা চিন্তারই বিষয়। তবে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বাইরে তৃতীয় কোনো শক্তিশালী পক্ষের দেখা মেলেনি। ট্রাম্পের এই প্রচেষ্টা রিপাবলিকানদের শক্তিকে ক্ষুণœ করবে, এমন শঙ্কার কারণেই দলটির শীর্ষ পর্যায় থেকে বিষয়টির বিরোধিতা করা হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে বিতর্কিত অবস্থানের কারণে ডোনাল্ড ট্রাম্পকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বয়কট করেছে। টুইটার তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। সেই প্রেক্ষাপটে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, তিনি নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট খুলবেন। রাজনীতিক দল গঠনের বিষয়টিও অনেকটা সেভাবে দেখছেন আলোচকরা। কেননা ডেমোক্র্যাট শিবির তো বটেই, ট্রাম্পের কড়া সমালোচনা করছেন নিজ দল রিপালিকানরাও।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877